বরগুনা জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নাবাগত জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলম। বুধবার (২ আগষ্ট) সকাল এগারোটায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক ভাটিয়ালি পত্রিকার সম্পাদক এনামুল কবির খোকন, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক লাখো কন্ঠ, দি বাংলাদেশ টুডে ও স্থানীয় দৈনিক সাগরকূল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জহিরুল হক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান টিটু, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফ হোসেন ফসল, দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি তালুকদার মোঃ মাসুদ, মাই টিভির জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম স্বপন, ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম রাফিন, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ সজিবুল ইসলাম প্রমুখ। সভায় জেলা প্রশাসক বলেন আমি বরগুনাকে স্মার্ট বরগুনা হিসেবে গড়তে তুলতে চাই, এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ রশিদ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ফয়সাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) পীযূষ কান্তি দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন সহ কর্মকর্তা বৃন্দ।