ওয়াফিক শিপলু ঃ
বুধবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে দিকে শহরের পৌর পার্কের ভেতরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ১৬ বছর বয়সী এক কিশোর আহত হয়েছে।
আহত চয়ন (১৬) বগুড়া শিবগঞ্জ উপজেলার উকি জগনাথপুরের পরিমলের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন স্টেডিয়াম পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম।
এ ঘটনার পর আহত চয়নকে স্থানীয়রা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত কিশোর চয়ন চিকিৎসাধীন রয়েছেন। তার ডান পায়ের উড়ুতে ছুরিকাঘাত করে। এঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।