এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদেরও অভিনন্দন জানান । অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, অসাধারণ নৈপুণ্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ। দুর্দান্ত লড়াইয়ে সুপার ফোর নিশ্চিত করেছে টাইগাররা। তিনি আশা প্রকাশ করে বলেন, “সুপার ফোর” এ বিজয়ের ধারা অব্যাহত থাকবে টাইগারদের।