সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ মার্চ দুপুর ২ টায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নলতা শাখার উদ্যোগে নলতা প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক ফেডারেশন নলতা ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার আমির মাস্টার আকবর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সাবেক আমির কেন্দ্রীয় শুরা ও কর্ম পরিষদ সদস্য সাতক্ষীরা ৩ আসন সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুফতি মহাদ্দিস মাওলানা রবিউল বাসার,বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারী মাওলানা আজিজুল ইসলাম উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী,বাংলাদেশ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডক্টর মিজানুর রহমান,বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ,উপজেলা শুরু ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোশাররফ হোসেন,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার নাজমুল হোসেন,রহমান মাস্টার আকবর হোসেন (আমির- নলতা ইউনিয়ন শাখা),ডাক্তার মোঃ আজিজুর রহমান,মাওলানা আফফান আলী,ডাক্তার ফজলুর রহমান,ডাক্তার মহিবুল্লাহ,প্রভাষক রিপন হোসেন,মাওলানা আশরাফ হোসেন,মুজিবুর রহমান, রফিকুল ইসলাম রেজা প্রমুখ।
প্রধান অতিথি সিয়াম ও যাকাতের তাৎপর্য তুলে ধরে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা গুরুত্ব যাকাত ধনীদের সম্পদের উপর গরীবের হক। এটা কোনো দান বা সাদকা নয়। তারা যাকাত আদায়ের খাত সমূহ এবং যাকাত মালকে পবিত্র ও পরিশুদ্ধ করে এ বিষয় সমূহের উপর আলোকপাত করেন।