1. prothombangladesh808@gmail.com : pbangladesh :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজাসহ আটক কালীগঞ্জে চাকুরীর ফাঁদে ফেলে বেকারদের টাকা হাতিয়ে লাপাত্তা ভুয়া এনজিও সীডা বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত ধর্ষিত শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক বিবৃতি মুন্সীগঞ্জে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

প্রথম বাংলাদেশ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

বুধবার ইফতারের সময় ঢাকা-রংপুর মহাসড়কের শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ শেরপুর থানার ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল হক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশা মিয়ার ছেলে নাঈম ইসলাম (২১), একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২২) ও সিদ্দিকের ছেলে সেলিম হোসেন (২২)।

পুলিশ  জানিয়েছে বুধবার সন্ধ্যায় তিন বন্ধু নাঈম, রিফাত ও সেলিম  মোটরসাইকেল নিয়ে শেরপুর থেকে ইফতারের সময়  দ্রুতগতিতে বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম এলাকায়  একটি প্রাইভেটকারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল উলটে যায়। মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ঢাকা-রংপুর মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছনে থাকা অজ্ঞাত ট্রাকের চালক তাদের পিষ্ট করে পালিয়ে যায়।

গুরুতর আহত নাঈম, রিফাত ও সেলিমকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। অচেতন সেলিম ও রিফাতকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হলে  সেখানে রাতে সেলিম ও রিফাত মারা যান।

হাইওয়ে পুলিশ শেরপুর থানার ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত তিন বন্ধুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights Reserved 2025 © ProthomBangladesh
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি