রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার্থীরা তাদের পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন। তবে এক্ষেত্রে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল (শুক্রবার) সকালে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।
তিনি বলেন, আসন বিন্যাসের ফলে অনেকে তাদের নিজ পছন্দ অনুযায়ী কেন্দ্র পায়নি। তাদের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি উপকমিটির মিটিং আহ্বান করে। সেখানে সিদ্ধান্ত নেয়া হয় যে, আসন্ন ভর্তি পরীক্ষায় ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রথম পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবে এবং এজন্য পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত আর দ্বিতীয় শিফটের পরীক্ষা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।