1. prothombangladesh808@gmail.com : pbangladesh :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজাসহ আটক কালীগঞ্জে চাকুরীর ফাঁদে ফেলে বেকারদের টাকা হাতিয়ে লাপাত্তা ভুয়া এনজিও সীডা বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত ধর্ষিত শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক বিবৃতি মুন্সীগঞ্জে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

কালীগঞ্জে প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিবের নিকট লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে

বিদ্যালয়ের ছাত্রীসহ নানাবিধ যৌন কেলেঙ্কারি, নিয়োগ বাণিজ্য ,বিদ্যালয়ের টাকা আত্মসাৎ, তসরুপ ,ক্ষমতার অপব্যবহার ,স্বেচ্ছাচারিতার ঘটনায় অপসারণ ও বিচারের দাবিতে দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাময়িক বরখাস্ত কৃত বহুল আলোচিত প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু ও তার ফুফাতো ভাই সাবেক সভাপতি ফিরোজ কবির কাজলের বিরুদ্ধে মন্ত্রী পরিষদ সচিব এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের নিকট ছাত্র-ছাত্রী অভিভাবক এবং এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেছে। গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব জনাব ড. আব্দুর রশিদ গত( ১ ফেব্রুয়ারি ) শনিবার নিজ জন্মভূমি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চক দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যাকাত ফাউন্ডেশনের অর্থায়নে পানির প্রকল্প, স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধনে আসলে উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এ লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের সূত্রে থেকে জানা যায় বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে গত ১৯/৩ /১৮ ইং তারিখে প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুর আপন ফুফাতো ভাই , ফিরোজ কবির কাজল সভাপতি দায়িত্ব নেয়। দায়িত্ব নেওয়ার পর থেকে ৫ টি পদে নিয়োগ দেওয়ার জন্য প্রধান শিক্ষক ও সভাপতির যোগসাজশে প্রার্থীদের নিকট থেকে ডোনেশনের নাম করে প্রায় অর্ধ কোটি টাকা নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে আত্মসাৎ করে। গত ০১/০৬/২০২২ ইং তারিখে নিরাপত্তা প্রহরী পদে ভুক্তভোগী মনিরুল ইসলামের নিকট থেকে ৭ লক্ষ, গত ১/৬/২০২২ ইং তারিখে পরিচ্ছন্নতা কর্মী পদে ফরিদ উদ্দিনের নিকট থেকে ৯ লক্ষ, ৬/৬/ ২০২২ ইং তারিখে অফিস সহায়ক পদে আজীবুর রহমানের নিকট থেকে ৯ লক্ষ, ১/ ৬/ ২০২২ ইং তারিখে সহকারি প্রধান শিক্ষক পদে মাহমুদন নবীর ৬ লক্ষ টাকা ,এবং ১২/৯/২০২২ ইং তারিখে নৈশপ্রহরী পদে ইয়াসিন আলী নিকট থেকে ৫ লক্ষ টাকা প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু ঘুষ হিসাবে গ্রহণ করেন বলে ভুক্তভোগীরা লিখিত জবানবন্দি প্রদান করেছেন। এছাড়াও বিদ্যালয়ের রেজুলেশন খাতা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র তার নিকট রেখে বিদ্যালয়ের ফান্ডের লক্ষ লক্ষ টাকা দলীয় প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে উত্তোলন করে টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগে উল্লেখ করেছেন । এছাড়াও তিনি বিদ্যালয়ে যোগদানের পর থেকে মাসে ২/১ দিনের জন্য বিদ্যালয়ে আসলেও ১ ঘন্টার বেশি সময় অবস্থান করতেন না । প্রধান শিক্ষকের কার্যালয়টি নির্বাচনী ও দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার সহ গোপন কক্ষ বানিয়ে ছাত্রীদের কু-প্রস্তাবসহ নানা ধরনের যৌন- হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছিল। এছাড়াও অভিযোগে আরো উল্লেখ করেছেন নিজের স্ত্রী ২ সন্তানকে রেখে ২০২৩ সালের ২৮ অক্টোবর শ্যামনগর থানার হায়বাতপুর গ্রামে একটি বাড়ির দ্বিতীয় তলায় কক্ষ ভাড়া নিয়ে অন্যের স্ত্রীকে রক্ষিতা হিসেবে রেখে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় শ্যামনগর থানা পুলিশের হাতে ধরা পড়ে । বিষয়টি নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে শ্যামনগর থানা পুলিশকে ওই সময় মোটা অংকের টাকায় ম্যানেজ করে সে যাত্রায় রেহাই পায় ।তবে অসামাজিক কার্যকলাপের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে । অভিযোগ সূত্রে আরো জানা যায় প্রধান শিক্ষক নিয়োগ পাওয়ার পূর্বে কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরি করা কালীন ১ ছাত্রীর সঙ্গে অবৈধ মেলামেশায় গর্ভপাত ঘটনার অপরাধে ওই বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে । পরে বিষয়টি নিয়ে তৎকালীন আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতাকে মোটা অংকের টাকা দিয়ে সেই শাস্তি মওকুফে রেহাই পায় । অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে নিজেকে বিগত আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন শিক্ষকদের নামে নাশকতা মামলা দিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে এলাকায় ছাড়া করে তাদের পরিবারের লোকদের সঙ্গে অবৈধ সম্পর্কে মিলিত হওয়ার ঘটনা অভিযোগ উল্লেখ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে কেউ মুখ খুললে বহিরাগত সন্ত্রাসী নিয়ে বিদ্যালয় ভবনে ফেলেঐ সমস্ত শিক্ষকদের শায়েস্তা করা হতো বলে অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের জুলাই আন্দোলনের ফলশ্রুতিতে ৫ ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে কিছুদিন প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু গা ঢাকা দিয়ে থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যালয়ে যাতায়াত করতে থাকে । সেই সুযোগে গত ৩০/১০/২০২৪ ইংতারিখে নবম শ্রেণীর দু,জন ছাত্রীর জন্মদিন পালনের ফাঁদে ফেলে নিজের খরচে কেক কিনে এনে তার গোপন শয়ন কক্ষে নিয়ে যৌন হয়রানি ,হেনেস্তার ঘটনা ঘটায় । উক্ত ঘটনা কে কেন্দ্র করে গত ১৮ নভেম্বর বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকরা লম্পট প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুর অপসারণের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করে তাকে বিদ্যালয় ভবনে অবরুদ্ধ করে রাখে । পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে যেয়ে ব্যর্থ হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রধান শিক্ষককে অবরুদ্ধ থেকে উদ্ধার করা হয় । ঐ সময় আন্দোলন থামাতে তার অজ্ঞান পার্টির সদস্যরা ছাত্রীদের অপহরণ করে বিভিন্ন কুৎসা রটানোর চক্রান্তে লিপ্ত হয় বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে অত্র বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আজও পর্যন্ত মোটা অংকের টাকায় ম্যানেজ হয়ে তদন্ত কার্যক্রম ধামাচাপা দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে বলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ ও ক্ষোভপ্রকাশ করে সাংবাদিকদের জানান । এ বিষয়ে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুর মুঠোফোন ঘটনার সত্যতা জানার জন্য একাধিকবার ফোন দিলেও সেটি বন্ধ পাওয়া যায় অনুরূপ সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা ফিরোজ কবীর কাজলের ব্যবহৃত ০১৭১১৪৬২৩৭৩ নম্বরে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights Reserved 2025 © ProthomBangladesh
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি