জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক- ২০২৪ প্রতিযোগিতায় একক অভিনয়ে অংশ গ্রহণ করে প্রথম স্থান অধিকার করে ময়মনসিংহ বিভাগের সেরা হওয়ার খেতাব অর্জন করেছে কেন্দুয়ার মারিয়া সুলতানা। মারিয়া সুলতানা কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। সে কান্দিউড়া ইউনিয়নের বিপ্রবর্গ গ্রামের বাসিন্দা ও উপজেলার মোজাফরপুর ইউনিয়নে মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মুহাম্মদ মাইন উদ্দিনের মেয়ে। মারিয়া সুলতানা গল্প বলায় প্রতিযোগিতায়ও অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করেছে। উল্লেখ্য সে পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ে একক অভিনয় ও গল্প বলায় প্রথম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে অংশ নিয়েছিল । এখন সে জাতীয় পর্যায়ে অংশ নিবে। রোববার (১০ মার্চ) বিকালের দিকে ময়মনসিংহের প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে এ প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে পুরষ্কার বিতরণের সময় ময়মনসিংহ বিভাগের উপ- পরিচালক আলী রেজা, ময়মনসিংহ পিটিআই সুপার জনাব জাহানারা আক্তার, শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকি বলেন মারিয়া সুলতানার এমন সাফল্যের জন্য পিতা-মাতাসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরাও মহাখুশি। আশরাফ গোলাপ ১১/০৩/২০২৪