বগুড়ায় এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় ৪২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদের মধ্যে ৫০ শতাংশই দাখিলের শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত জেলার ৮০ টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। জেলা প্রশাসনের শিক্ষা শাখা জানায়, এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় ৪২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদের মধ্যে এসএসসি (সাধারণ) ১৫৭ জন, দাখিলে ২২৮ জন ও বাকি ৩৯ জন এসএসসি ও দাখিল ভোকেশনাল শাখার। এ বছর জেলায় ৮০ টি কেন্দ্রে এসএসসি ও সমমানে ৪১ হাজার ৫৩৪ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষার প্রথম দিনে ৪২৪ জন অনুপস্থিত থাকায় এবার ৪১ হাজার ১১০ জন পরীক্ষায় বসেছে। এছাড়াও প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষা চলাকালে অসাধুপায় অবলম্বনের দায়ে ৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে আর অব্যাহতি দেওয়া হয়েছে ৭ শিক্ষককে। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আফসানা ইয়াসমিন বলেন, জেলায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বড়কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দে ট্যাগ অফিসারের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।