নেত্রকোণা শহরে পিকআপের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার(২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম।
নিহত আব্দুল গনি(৫৮) সদর উপজেলার মেদনী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
ওসি কালাম বলেন, শিক্ষক আব্দুল গনি সড়কের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় মেছুয়া বাজার থেকে ময়মনসিংহগামী একটি পিক-আপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে তবে চালক পালিয়ে গেছে বলেও জানান ওসি।
ওসি আরও জানান পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি ২৮/০১/২০২৪