আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য ১৫৯, নেত্রকোনা -৩( কেন্দুয়া- -আটপাড়া) আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঞার পক্ষে উপজেলার নেতাকর্মীগণ।
বুধবার (২৯ নভেম্বর ) দুপুর তিনটার দিকে নেত্রকোনা -৩ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঞার পক্ষে উপজেলার নেতাকর্মীগণ।
কেন্দুয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল এর নিকট থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এসময় জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিন ভূঞার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাংলাদেশ আজকে বৈষম্যের মধ্যে বাস করছে। বাংলাদেশের ১৬ কোটি মানুষকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে কেন্দুয়াবাসীকে জাতীয় পার্টির আশ্রয় নিতে হবে। শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য লাঙ্গলের বিকল্প নেই।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মাষ্টার বলেন, নেত্রকোনা -৩ আসনে জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করে এই আসনটা আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্যারকে উপহার দিতে চাই।
এসময় উপজেলা জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।