আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে-নেত্রকোনা-৩ (কেন্দুয়া আটপাড়া) আসনে দ্বিতীয় বারের মত নৌকা প্রতীক পেলেন-অসীম কুমার উকিল।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকা প্রতীক নিয়ে আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল মহোদয়ের নিকট হতে নৌকা প্রতীকের প্রার্থী অসীম কুমার উকিল এর পক্ষ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা, সাধারণ সম্পাদক মো: আসাদুল হক ভূঞা।
এসময় আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী’রা উপস্হিত ছিলেন।
আশরাফ গোলাপ
০১৭১১২৮৪৫৯০
২৮/১১/২০২৩