1. prothombangladesh808@gmail.com : pbangladesh :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজাসহ আটক কালীগঞ্জে চাকুরীর ফাঁদে ফেলে বেকারদের টাকা হাতিয়ে লাপাত্তা ভুয়া এনজিও সীডা বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত ধর্ষিত শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক বিবৃতি মুন্সীগঞ্জে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

নেত্রকোনা-৩ আসনের নৌকার মাঝি হতে চান ১৭ জন

আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১২২ বার দেখা হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ন্যায় নেত্রকোনা -৩ (কেন্দুয়া আটপাড়া) আসনেও সাজসাজ রব ও উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে কেন্দুয়া -আটপাড়া আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন ১৭ জন হেভিওয়েট আওয়ামী লীগ নেতা।আর মাত্র কয়েকদিনের মধ্যেই জানা যাবে কে হচ্ছেন এই আসনের নৌকার মাঝি?কে হবেন সেই ভাগ্যবান ব্যক্তি? যিনি এই আসনের সকল জনগণের কান্ডারী হিসেবে তাদের মনের আশা পূরণ করবেন এবং একমাত্র ভরসা ও আশ্রয়স্থল হবেন।

নেত্রকোনা-৩(কেন্দুয়া-আটপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যে ১৭জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা প্রদান করেন তারা হলেন-

১.বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য বাবু অসীম কুমার উকিল,

২.সাবেক সংসদ সদস্য,ডাকসুর সাবেক ছাত্র ও মিলনায়তন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর কাদের কোরাইশী,

৩.কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু,

৪.কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম,

৫.নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য ও কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা সামসুল কবির খান,

৬. বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও বাংলাদেশের আওয়ামী লীগের সহসম্পাদক এডভোকেট আব্দুল মতিন

৭.কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ শফিক

৮. নেত্রকোনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকার,

৯. আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম

১০. বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক আলমগীর হাসান

১১. কেন্দুয়া পৌরসভার সাবেক মহিলা কমিশনার আজেদা কানিজ,

১২. কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আমিরুল ইসলাম তুষার

১৩. লন্ডন আওয়ামী যুবলীগের ইমিগ্রেশন সম্পাদক ব্যারিস্টার জহুরুল ইসলাম,

১৪. নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য মিজানুর রহমান মিজান।

১৫. আওয়ামী লীগ নেতা আতাউল করিম রাসেল,

১৬.আওয়ামী লীগ নেতা মীর মেহেদী হাসান

১৭.আওয়ামীলীগ নেতা শহিদুল্লাহ।

আগামীকাল ই জানা যাবে কেন্দুয়া আটপাড়া জনগণ তাদের কাংখিত একজন জনপ্রিয় নৌকার মাঝিকে পাবেন।

উল্লেখ্য যে গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭.১০ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে ৩০ জানুয়ারি -২০২৪,মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ-১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে ৪ জানুয়ারি।

উল্লেখ্য যে এই আসনে মোট ভোটার সংখ্যা -৩৮৯৫৭৬ জন। এর মধ্যে কেন্দুয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা -২৭২০৬৭,এর মধ্যে পুরুষ ভোটার-১৪০৬০৭,মহিলা ভোটার-১৩২০৬০জন। অপর দিকে আটপাড়া উপজেলার মোট ভোটার সংখ্যা -১২৬৫০৯, এর মধ্যে পুরুষ ভোটার- ৬৩৯২০ এবং মহিলা ভোটার-৬২৫৮৯ জন।

কয়েকজন মনোনয়ন প্রত্যাশীর সাথে কথা হলে তারা জানান, দল যদি মনোনয়ন দেয়, তাহলে অবশ্যই বিজয় অর্জন করতে সক্ষম হবে তারা। নৌকা যাকেই দেইক তার হয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন সকল মনোনয়ন প্রত্যাশীরা।

আশরাফ গোলাপ

০১৭১১২৮৪৫৯০

২৪/১১/২০২৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights Reserved 2025 © ProthomBangladesh
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি