নেত্রকোনার কেন্দুয়া পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আ.লীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় সহ-সভাপতি হরিপদ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঞা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা।
নেতৃবৃন্দ বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই বিশেষ বর্ধিত সভা খুবই গুরুত্ব বহন করে। উপস্থিত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের উদ্দেশ্যে আরো বলেন, আজকের এই বর্ধিত সভায় আপনারা কেন্দ্র কমিটির তারিখ ও সময় জানিয়ে দিয়ে যাবেন। পৌর সদরের সব কেন্দ্র কমিটি গঠন করার সময় আমরা থাকার চেষ্টা করব। প্রতিটা কেন্দ্রে যারা আওয়ামীলীগ সমর্থন করে, আওয়ামীলীগের কর্মী কিংবা শুভাকাঙ্ক্ষী তাদের সকলকে কেন্দ্র কমিটি গঠন করার দিন রাখার চেষ্টা করবেন। দ্বাদশ সংসদ নির্বাচনে পৌরসভায় শক্তিশালী ও কর্মট লোক দ্বারাই কেন্দ্র কমিটি গঠন করব। যাতে করে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়যুক্ত করাতে পারে।
মাজাহারুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক কনক, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আনোয়ার, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণবৃন্দ, যুবলীগ নেতা হীরন প্রমূখ।
এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.শহিদুল হক ফকির বাচ্চু, শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, দপ্তর সম্পাদক মো.আসাদুল করিম মামুনসহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।