নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দলীয় কার্যালয়ে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামী সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতি অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত নেতা অধ্যাপক ভজন চন্দ্র সরকার, দায়িত্ব প্রাপ্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান জনি।
নেতৃবৃন্দ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই বিশেষ বর্ধিত সভা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকে বানচাল করার জন্যে বিএনপি সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির জন্য পাঁয়তারা করছে। সুতারং আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে এই নীল নঁকশা বিরুদ্ধে। বর্তমান সময়ে ঐক্যবদ্ধ আওয়ামীলীগই পারবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক ভোট দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে। আর সেই জন্য সকল ভেদাভেদ ভূলে সকলকে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ হয়ে কাজ করতে হবে।
কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু বক্কর ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মো.তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, কামরুজ্জামান খান সোহাগ, কৃষিবিদ শহিদুল ইসলাম আকন্দ কল্যাণ, আব্দুস ছালাম বাঙ্গালী, এডভোকেট সারোয়ার জাহান কাওসার, মাহাবুব আলম বাবুল, মো.লুৎফর রহমান ভূঁইয়া, মো.জাকির আলম ভূঞা, কেন্দুয়া উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, শ্রমিক লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মহসিন প্রমূখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদকবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।