গত ২০০৪ সালের ২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে হাতিয়া উপজেলায় আওয়ামীলীগের উদ্যোগে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৪টায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ কৃষক লীগ ,শ্রমিক লীগের নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিলে আলোচনা সভা জনসভায় পরিণত হয়। । এসময় বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে তাদের স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের সুস্থতা কামনা করেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মহিনের চঞ্চালনায়,সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক সাংসদ ও হাতিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী,আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা ভাইসচেয়ারম্যান এ্যাডঃ কেফায়েত উল্লাহ,হাতিয়া উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌরমেয়র কেএম ওবায়েদ উল্লাহ বিপ্লব,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ইউনুস আল মামুন,উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আকরাম হোসেন রুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী, সাবেক জেলা পরিষদ সদস্য জিয়া উদ্দিন জিয়া,আরও বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগ আহবায়ক শাহ্ আজিজুর রহমান মিরাজ প্রমুখ।
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আলী বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলা চালিয়ে আইভি রহমান সহ শত শত নেতাকর্মীদের প্রাণে মেরে ফেলা হয়েছে, আমার খুনি দের দ্রুত বিচার আইনে ফাঁসি চাই ।