জেলার জামালগঞ্জ উপজেলা সাচনা বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকানের পুড়ে ছাই হয়ে গেছে।
আজ সোমবার ভোর ৬ টার দিকে উপজেলার সাচনা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জামালগঞ্জ উপজেলার বৃহত্তম সাচনা বাজারের ফারুক মিয়ার মুদি দোকানে ভোর ৬ টার দিক হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আশে- পাশের ব্যবসায়ীরা স্থানীয় ফায়ার সার্ভিস ও জামালগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাসসকে জনান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মুদি দোকানী ফারুক মিয়ার দোকানে তার ১৪ বছরের ভাতিজা ফারদিন মশার কয়ের জ্বালিয়ে ঘুমিয়ে ছিল। এই মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এঅগ্নিকাণ্ডে ফারদিন আহত হয়েছে। তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটা ইফতি হোসেন বাসসকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের নিয়ে প্রায় দেড়ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্থনে আনা হয়েছে।
তিনি আরও জানান, মুদি দোকানী ফারুক মিয়া দোকানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বাসসকে জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে জেলা প্রশাসকের বরাবর পাঠানো হয়েছে।