সিরাজগঞ্জের সদর উপজেলার শাহানগাছায় ট্রাকচাপায় অটোভ্যান চালক নিহত হয়েছে , এই ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। বৃহস্পিবার সকাল সাড়ে ৭টার দিকে শাহানগাছা ব্রিজের উপরে এঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আলী হোসেন জানান, নিহত ভ্যানচালক আড়ত থেকে সব্জি বিক্রি করে বাসায় ফেরার পথে শাহানগাছা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থানলে ভ্যানচালক নিহত হয় আহত হয় আরো ৩ জন। পরে স্থনীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।