1. prothombangladesh808@gmail.com : pbangladesh :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজাসহ আটক কালীগঞ্জে চাকুরীর ফাঁদে ফেলে বেকারদের টাকা হাতিয়ে লাপাত্তা ভুয়া এনজিও সীডা বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত ধর্ষিত শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক বিবৃতি মুন্সীগঞ্জে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরের কৃষিতে নতুন মাত্রা যোগ করেছে শাহজাহানের কেঁচো সার

প্রথম বাংলাদেশ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে

জেলার কৃষিক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে তরুণ উদ্যোক্তা শাহজাহানের কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। জেলার কৃষি সমৃদ্ধ এলাকা দক্ষিণাঞ্চলের কৃষকরা তার তৈরি এ সার জমিতে ব্যবহার করে বিষমুক্ত ফসল ও সবজি উৎপাদন করতে সক্ষম হচ্ছেন। এছাড়া কৃষি অফিসের পরামর্শে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে মাটির গুণাগুণ ঠিক রাখতে কৃষকরা তার উৎপাদিত কেঁচো সার ব্যবহারে ঝুঁকে পড়েছেন।

জানা যায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের মৃত নজিব উল্লাহর ছেলে মো. শাহজাহান এক সময় ব্রিক ফিল্ডের মাঝির কাজ করতেন। পরে ভিন্ন কিছু করার চেষ্টায় ২০২৩ সালের নভেম্বর মাসে কৃষি অফিসের সহযোগিতায় ২টি রিং দিয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করেন। আস্তে আস্তে তার এ সারের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং কৃষকরা সবজি ক্ষেতে এই সার ব্যবহারে আকৃষ্ট হন।

বাসসের সাথে আলাপকালে মো. শাহজাহান জানান, তার তৈরি এ জৈব সারের চাহিদা বাড়তে থাকায়  ‘বেইজিং ভার্মি কম্পোস্ট ট্রেডার্স’ নামে একটি খামার তৈরি করার সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে ১০ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের পৃথক ১১টি হাউজ তৈরি করেন। প্রতি হাউজে ১২-১৪কেজি গোবর ও পাঁচ কেজি কেঁচো থেকে প্রতি মাসে প্রায় ১টন কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদিত হয়। সবমিলিয়ে প্রতি মাসে তার এ খামার থেকে প্রায় ১২টন কেঁচো সার উৎপাদন হচ্ছে। যা তিনি প্রতি কেজি ১৫ টাকা দরে কৃষকের কাছে বিক্রি করছেন।

তিনি বলেন, ‘কৃষকরা যাতে করে জমির গুণাগুণ ঠিক রেখে অল্প খরচে নিরাপদ সবজি ও ফসল উৎপাদন করতে পারে এ লক্ষ্যে আমি ‘বেইজিং ভার্মি কম্পোস্ট ট্রেডার্স’ খামার তৈরি করেছি। প্রতি মাসে আমার খামারে উৎপাদিত দেড় লাখ টাকার কেঁচো সার বিক্রি করছি। এতে আমার প্রতি মাসে প্রায় ৫০হাজার টাকার মতো আয় হয়। এছাড়া আমার কাছে প্রায় ২’শ কেজির মতো কেঁচো রয়েছে। সেখান থেকেও বিক্রি করছি। বর্তমানে অনেকেই কেঁচো সার উৎপাদনে ঝুঁকছে। আমার কাছ থেকে সহযোগিতা নিয়ে ২৫জন নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। তারা স্বল্প পরিসরে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করছেন।

কৃষক দেলোয়ার হোসেন ও ওসমান বলেন, ‘কেঁচো সার ব্যবহার করে সবজি ও ধান ক্ষেতের উর্বরতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমাদের এদিকে সবজি চাষ বেশি হয়। আর কেঁচো সার সবজির জন্য উপকারী। এছাড়া রাসায়নিক সারের ব্যবহার কম করায় ফসল উৎপাদনে খরচ কমেছে এবং ফলনও ভালো হচ্ছে।

এ বিষয়ে সদর উপজেলা কৃষি অফিসার হাসান ইমাম বলেন, ‘তরুণ উদ্যোক্তা শাহজাহানের ভার্মি কম্পোস্ট খামারে গিয়ে বিভিন্ন সময়ে পরিদর্শন ও দিকনির্দেশনা দিয়েছি। নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির সুস্বাস্থ্য রক্ষায় কেঁচো সারের জুড়ি নেই। এ জৈব সার মাটির পানি ধারণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে জমিতে কম খরচে অধিক ফসল উৎপাদন সম্ভব। এ কারণে প্রতিনিয়ত কৃষকদের কেঁচো সার ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। বর্তমানে কেঁচো সারের চাহিদা বাজারে ব্যাপকভাবে বেড়েছে। নতুন নতুন অনেকেই কেঁচো সার উৎপাদনে ঝুঁকছে। আমরা তাদের সহযোগিতা করছি। এ সার উৎপাদন করে তারাও স্বাবলম্বী হতে পারেন। এতে ঝুঁকি ও পরিশ্রম দুটোই কম।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights Reserved 2025 © ProthomBangladesh
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি