রোমান আহমেদ,
সিরাজগন্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করে পুলিশ সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ঝুমা কর্মকার (৪৫) বগুড়ার শেরপুর উপজেলার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী।
চান্দাইকোনা বাসস্ট্যান্ডে বাসটি থামলে বাস থেকে নেমে যান সিঁথি। এরপর তার মা বাস থেকে নেমে মেয়েকে কারণ জিজ্ঞেস করেন। ওই সময় কথা কাটাকাটির একপর্যায়ে সিঁথি তার ব্যাগ থেকে ছুরি বের করে মাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা ঝুমা কর্মকারকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘অভিযুক্ত সিঁথিকে আটকের পর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিঁথি একটি ছেলের সাথে প্রেমের সর্ম্পক আছে। বিষয়টি পরিবার মেনে না নেওয়ায় ক্ষোভে সে তার মাকে হত্যা করেছে।’
ঝুমা কর্মকারের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।