1. prothombangladesh808@gmail.com : pbangladesh :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজাসহ আটক কালীগঞ্জে চাকুরীর ফাঁদে ফেলে বেকারদের টাকা হাতিয়ে লাপাত্তা ভুয়া এনজিও সীডা বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত ধর্ষিত শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক বিবৃতি মুন্সীগঞ্জে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

রাত পোহালেই কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচন

আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৮৮ বার দেখা হয়েছে

রাত পোহালেই কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের সকল প্রকার প্রচার-প্রচারণা সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিনরাত প্রচন্ড তাপদাহের মধ্যে কঠোর পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন সকল প্রার্থীরা। উপজেলা থেকে চেয়ারম্যান পদে সর্বশেষ চূড়ান্ত প্রার্থীর তালিকায় রয়েছেন পাঁচজন। এরা হলেন- আওয়ামী লীগ পন্থি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,মোজাফরপুর ইউনিয়নের সাবেক তিন বারের চেয়ারম্যান নুরুল আলম মো: জাহাঙ্গীর চৌধুরী(কাপ পিরিচ). জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও চিরাং ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান সালমা আক্তার( মোটরসাইকেল) উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক দুই বারের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা( ঘোড়া), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাইকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী( দোয়াত কলম) এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য মিজানুর রহমান(আনারস)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপজেলার চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র, কেন্দুয়া উপজেলা শাখা ও মানবাধিকার কর্মী মামুনুল কবীর খান(তালা),উপজেলা উলামা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ তালুকদার( টিউবওয়েল) , যুবলীগ নেতা মো: ইয়ার খান এবং অব. সার্জেন্ট মো: ইয়াহিয়া খান(চশমা)। আর মহিলা ভাইস চেয়াম্যান পদে চূড়ান্ত ৬ প্রার্থী হলেন বর্তমান ভাইস-চেয়াম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক সেলিনা বেগম( ফুটবল), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী( হাঁস), উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা: মিনাআক্তার (প্রজাতি) , মোছা: ফাতেমা বেগম( পদ্মা ফুল), যুবমহিলা লীগ নেত্রী সুমি আক্তার (কলস) এবং সৈয়দা স্মৃতি আক্তার( সিলিং ফ্যান)। উপজেলার নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বুধবার(৫ মে) চতুর্থ ধাপে কেন্দুয়া উপজেলা নির্বাচনে ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৩শত ৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪শত ২৪ জন। মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৮ শত ৯৪ জন এবং হিজড়া ভোটার ৬ জন। ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন ৯৬ টি কেন্দ্রে আগামী ৫ জুন সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ বিষয়ে থানার পুলিশ পরিদর্শক এনামুল হক পিপিএম জানান, প্রতিটি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় একজন পুলিশ অফিসারসহ পুলিশ সদস্য এবং আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নের পুলিশের স্টাইকিং টিম টহলে থাকবে। ম্যাজিস্ট্রেট সহ মোবাইল কোট, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights Reserved 2025 © ProthomBangladesh
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি