রাজারহাট(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
কুড়িগ্রামের রাজারহাটে বাল্যবিয়ে,নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার,নারী নির্যাতন, অপহরণ ও মাদকসেবন প্রতিরোধে সচেতনতামুলক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে। আজ ১১ অক্টোবর ২০২৩ইং বুধবার দুপুর ১টায় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডাব্লিউএন) এর উদ্যাগে আব্দুল্লাহ্ সোহরাওয়ার্দ্দী অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন-রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, রাজারহাট থানার সেকেন্ড অফিসার আজমির হোসেন,এসআই রোজিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন,রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোঃ মজিবর রহমান,ফরাদ আলী,রাজারহাট থানার পুলিশ সদস্য উম্মে কুলসুম,ইশরাত জাহান,জাসমিন,
লাভলী,হাসনা,আফিয়াসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী।