নেত্রকোনার মদন উপজেলার মদন প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত ক্লাবের ১১ জন সদস্য তাদের মূল্যবান ভোট প্রদান করেন।
দুপুর ১২.৩০ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আল মাহবোব আলম ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেনে ৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন দৈনিক সমকাল প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী।
এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক গণ এবং মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নেত্রকোনা প্রতিনিধি
২৫/১২/২০২৩