কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নে দুস্থ-অসহায় কর্মহীন মানুষের মাঝে সরকারী (ভিজিএফ) চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আজ সকালে চাকিরপশার ইউনিয়ন পরিষদের চাল বিতরণ কালে অনিয়মের দৃশ্য। সরজমিন ঘুরে দেখা যায়, দুস্থ-অসহায় কর্মহীন মানুষদের জন্য বরাদ্দকৃত তালিকাভুক্ত চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এমন ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয় উপস্থিত সুবিধাভোগীদের মাঝে। সুবিধাভোগীরা জানান, মেম্বার-চেয়ারম্যানরা গরীবের চাল নিজেরাই খেয়ে ফেলছে বলে অভিযোগ করেন তারা। সুবিধাভোগীরা এ সময় আরো জানান,এখানকার দায়িত্বপ্রাপ্ত লোকজনের দায়িত্বে অবহেলার কারণে তাদের এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কালোবাজারিদের চাল নিয়ে যাওয়া অটো রিক্সা চালক বলেন,পাইকাররা চাল উত্তোলন করে আমাদের অটো রিক্সায় দেয় তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিতে। চাকিরপশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম বিষয়টি অস্বীকার করে বলেন,চাল বিতরণে কোনো অনিয়ম হয়নি। রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, ভিজিএফের চালের ব্যাপারে কোনও ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।