উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র রংপুর। বিভাগীয় শহর হিসেবে রংপুরের রাজনৈতিক ইতিহাস থাকলেও দীর্ঘদিন ধরে কমিটি বিহীন চলছে রংপুর মহানগর ছাত্রলীগ। কমিটি হবে হবে করে হচ্ছে না।একাধিকবার কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন খুব দ্রুত কমিটি করা হবে।সর্বশেষ গত ৩১ জানুয়ারি রংপুর জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি মহানগরের কমিটি খুব দ্রুত দিবেন বলে আশ্বাস দিয়ে গেছেন। যতদিন ঘনিয়ে আসছে ততই রংপুর মহানগর ছাত্রলীগের শীর্ষপদের লড়াই বেড়ে যাচ্ছে। বেশকিছু নাম ঘুরেফিরে সামনে আসছে। তার মধ্যে একজনের নাম জানতে পারা গেছে মাজেদুর রহমান প্রিন্স।খোঁজ নিয়ে জানা গেছে মাজেদুর রহমান প্রিন্স মাদ্রাসা বোর্ড শিক্ষা থেকে এসএসসি পাস করেন।এরপর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাস করে,বিএসএস প্রোগ্রামে রংপুর সরকারি কলেজ অনার্স শেষ করে বর্তমানে কারমাইকেল কলেজে ইতিহাস বিভাগে মাস্টার্স করছেন। মাজেদুর রহমান প্রিন্স ভাইবোনদের মধ্যে সবথেকে ছোট।
আরও খোঁজ নিয়ে জানা গেছে তার মেজ ভাই মেজবাউর রহমান বাপ্পি ১০/০১/২০২২ তারিখে রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুজন ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিমের স্বাক্ষরিত কারমাইকেল কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।এছাড়াও তিনি তাজহাট থানা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদের জন্য দীর্ঘদিন ধরে ছাত্রদলের সক্রিয় ভূমিকা পালন করছেন। অপর প্রান্তে মাজেদুর রহমান প্রিন্স রংপুর মহানগর ছাত্রলীগের সর্বোচ্চ পদে আসীন হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যার জন্য রংপুর মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন জনে নেতাকর্মীদের মাঝে সমালোচনার সৃষ্টি হয়েছে । প্রকৃত আওয়ামী লীগ নেতারা কখনোই মেনে নিতে পারছেন না বড় ভাই ছাত্রদলের রাজনীতি করে ছোট ভাই ছাত্রলীগের নেতা হবে।