ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারিচালিত অটোরিক্সা চার্জ দিতে গিয়ে গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন মিয়া (৪০) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় পৌর শহরের ট্যাংকের উত্তরপাড় চকলেট ফ্যাক্টরির সামনে আজাদ অটোরিক্সা গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। সুমম মিয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের জাফরগঞ্জ গ্রামের মৃত রশদ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মিয়া প্রতিদিনের মতো অটোরিক্সা চালানো শেষে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে আজাদ অটোরিক্সা গ্যারেজে তার অটোরিক্সাটির ব্যাটারি চার্জ দিতে যান। এ সময় সুমন মিয়া অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীরা সুমনকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।