অ্যাড. মজিবুল হক কিসলু সভাপতি ও এম হারুন অর রশিদ রিংকুকে সাধারণ সম্পাদক করেবরগুনা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে প্রেসক্লাবের হলরুমে ৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্টরা জানান, গত ১৯ ফেব্রুয়ারী প্রেসক্লাবের বেশ কয়েকজন সদস্য মিলে তৃতীয় তলায় সাংবাদিক তালুকদার মাসউদকে আটকে মারধর ও নির্যাতন করে। চিকিৎসাধীন অবস্থায় গত ২ মার্চ তিনি মারা যান। এ ঘটনায় গত ৪ মার্চ ১৩ জনকে আসামী করে বরগুনা সদর থানায় মামলা করেন নিহতের স্ত্রী সাজেদা। মামলার আসামীদের মধ্যে সাতজন বর্তমানে কারাগারে। এতে প্রেসক্লাবের কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থার সৃষ্টি হয়। বিদ্যমান পরিস্থিতিতে রোববার প্রেসক্লাবের চতুর্থ তলার হল রুমে সাংবাদিকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আলাপ আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয় এবং একই সঙ্গে পূর্বের কমিটি বাতিল করা হয়। নতুন কমিটির অন্য সদস্যরা হল, মো: হাফিজুর রহমান, আবু জাফর মো: সালেহ, মো: রেজাউল করিম টিটু, মুশফিকুল ইসলাম আরিফ, জাফরুল হাসান রুহান (রুদ্র রুহান) , মো: মিজানুর রহমান, হিমাদ্রী শেখর কেশব, রিয়াজ আহম্মেদ মুসা, মো: সানাউল্লাহ, আনোয়ার হোসেন মনোয়ার, চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মো: হাসানুর রহমান ঝন্টু, সঞ্জিব কুমার দাস, মনির হোসেন কামাল, জহিরুল হাসান বাদশা, মো: মোশাররফ হোসেন, জাকির হোসেন জুয়েল, এম জসিম উদ্দিন, গোলাম হায়দার স্বপন, আরিফ হোসেন ফসল, মোহাম্মদ রফিক, জহিরুল হক, মো: মশিউর রহমান, আনোয়ারুল ইসলাম, রাসেল মাহমুদ, খান নাঈম, সাগর আকন, মহিউদ্দিন অপু, শাজনুস শরীফ, নুরুল আহাদ অনিক, সাজেদা সাজু, সাইফুল ইসলাম রাফিন, জুলহাস মিয়া, ইসহাক জুয়েল, খান মিরাজ ও জুলহাস আহমেদ। নতুন কমিটির সভাপতি এম মজিবুল হক কিসলু বলেন, বরগুনার সাংবাদিকতার আপদকালীন অবস্থা কাটিয়ে উঠতে সবার পরামর্শ নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। সবার সহযোগিতা নিয়ে আমরা বরগুনায় শুদ্ধ সাংবাদিকতার চর্চা শুরু করতে চাই। এ ক্ষেত্রে আমি সবার সহযোগিতা কামনা করছি।