1. prothombangladesh808@gmail.com : pbangladesh :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজাসহ আটক কালীগঞ্জে চাকুরীর ফাঁদে ফেলে বেকারদের টাকা হাতিয়ে লাপাত্তা ভুয়া এনজিও সীডা বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত ধর্ষিত শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক বিবৃতি মুন্সীগঞ্জে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার
অপরাধ, অর্থনীতি, আইন-আদালত, আন্তর্জাতিক, কক্সবাজার, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, কুমিল্লা, কুষ্টিয়া, খাগড়াছড়ি, খুলনা, খুলনা বিভাগ, খেলাধুলা, গাইবান্ধা, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, চট্টগ্রাম বিভাগ, চাকরির খবর, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, জাতীয়, জামালপুর, জীবনযাপন, ঝালকাঠি, ঝিনাইদহ, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, ঢাকা, ঢাকা বিভাগ, দিনাজপুর, ধর্ম, নওগাঁ, নড়াইল, নরসিংদী, নাটোর, নারায়ণগঞ্জ, নারী-শিশু, নীলফামারী, নেত্রকোনা, নোয়াখালী, পঞ্চগড়, পটুয়াখালী, পাবনা, পিরোজপুর, প্রবাস, প্রযুক্তি, ফরিদপুর, ফিচার, ফেনী, বগুড়া, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বাগেরহাট, বাণিজ্য, বান্দরবান, বিজ্ঞান ও প্রযুক্তি, বিনোদন, ব্রাহ্মণবাড়িয়া, ভিডিও, ভোলা, মতামত, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ, মাগুরা, মাদারিপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, মেহেরপুর, মৌলভীবাজার, যশোর, রংপুর, রংপুর বিভাগ, রাঙ্গামাটি, রাজনীতি, রাজবাড়ী, রাজশাহী, রাজশাহী বিভাগ, লক্ষ্মীপুর, লাইফস্টাইল, লালমনিরহাট, শরিয়তপুর, শিক্ষা, শেরপুর, সাতক্ষীরা, সারাদেশ, সিরাজগঞ্জ, সিলেট, সিলেট বিভাগ, সুনামগঞ্জ, স্বাস্থ্য, হবিগঞ্জ

বরগুনায় তাতী লীগের কমিটি বাতিল, ফেসবুকে সমালোচনার ঝড়

ইসহাক জুয়েল, বরগুনা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৪২৩ বার দেখা হয়েছে
বরগুনায় তাতী লীগের কমিটি বাতিল, ফেসবুকে সমালোচনার ঝড়

বরগুনা সদর উপজেলা তাতী লীগের কমিটি বাতিল যেন টক অফ দ্যা টাউনে পরিণত হয়েছে। একটি সক্রিয় কমিটি নোটিশ ছাড়া বাতিল ঘোষনা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

গতকাল ৩১ জুলাই (সোমবার) দুপুরে জেলা তাতী লীগের আহবায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব মহসিন বাহাদুরের স্বাক্ষরিত একটি প্যাডে সাংগঠনিক কার্যক্রম না থাকার কারণ দেখিয়ে সদর উপজেলাসহ জেলার মোট ছয়টি উপজেলার কমিটি বাতিল করার একটি ছবি আহবায়ক আনোয়ার হোসেনের ফেসবুক ওয়ালে পোস্ট করা হয়। এই পোস্টের পর থেকেই সদর উপজেলা তাতী লীগের কমিটি বাতিল নিয়ে নানা সমালোচনার সৃষ্টি হয়। এ প্রসঙ্গ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নানা ধরনের পোস্ট দিতে দেখা গেছে অনেকের ফেসবুক ওয়ালে।

নোটিশ না দিয়ে মাত্র নয় দিন আগে গত ২২-০৭-২০২৩ তারিখ গঠন হওয়া আহবায়ক কমিটির আহবায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব মহসিন বাহাদুর ১৮-০৫-২০২৩ তারিখের নব গঠিত সদর উপজেলা তাতী লীগের কমিটিকে সাংগঠনিক কার্যক্রম না থাকার কারণ দেখিয়ে কমিটি বাতিল ঘোষনা করে। এবিষয়ে গতকাল ৩১ জুলাই বিকেল ৬টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেন সদর উপজেলা তাতী লীগ।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা তাতী লীগের পক্ষে সাধারণ সম্পাদক নাঈমুর রহমান লিখিত বক্তব্যে বলেন, আমি জেলা ছাত্র লীগের উপ স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম, এছাড়াও আমি পৌর যুবলীগ, ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছি। জেলা তাতী লীগের আহবায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব মহসিন বাহাদুর সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিতভাবে এবং সম্পূর্ণ সাংগঠনিকভাবে আমাদের একটি সক্রিয় কমিটিকে একটি মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশ তাতী লীগের গঠনতন্ত্র বহির্ভূতভাবে বাতিল করেছে।

এসময় তিনি বাংলাদেশ তাতী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, আপনারা আমাদের অবিভাবক, আপনারা আমাদের বিষয়ে তদন্ত করে দেখুন আমরা নিষ্ক্রিয় কিনা! যদি আমরা নিষ্ক্রিয় হই তাহলে আমরা স্বেচ্ছায় আমাদের দায়িত্ব ছেড়ে দিবো।

কমিটি বাতিলের বিষয়ে সদস্য সচিব মহসিন বাহাদুরের নিকট মুঠোফোনে জানতে চাইলে, কেন্দ্রিক কমিটির নির্দেশনা অনুযায়ী কমিটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি। কেন্দ্রীয় কমিটির নির্দেশনার কাগজটি দেখতে চাইলে তিনি নামাজে যাওয়ার কথা বলে ফোনটি কেটে দেন।

এবিষয়ে আহবায়ক আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বাবুল মাহাবুব নামের এক সাংবাদিককে মুঠোফোনে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেন। এসময় আবারও তার কাছে সদর উপজেলা তাতী লীগের কমিটি বাতিলের বিষয় জানতে চাইলে, কোন উত্তর না দিয়ে তিনি একটি জরুরি মিটিংয়ে আছেন বলে ফোনটি কেটে দেন। পরে একাধিক বার তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights Reserved 2025 © ProthomBangladesh
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি