1. prothombangladesh808@gmail.com : pbangladesh :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজাসহ আটক কালীগঞ্জে চাকুরীর ফাঁদে ফেলে বেকারদের টাকা হাতিয়ে লাপাত্তা ভুয়া এনজিও সীডা বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত ধর্ষিত শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক বিবৃতি মুন্সীগঞ্জে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

বদলগাছীতে আগুনে পুড়ে যাওয়া পরিবারের পার্শ্বে এমপি সৌরেন্দ্রনাথ

এনামুল কবীর এনাম, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ বার দেখা হয়েছে

নওগাঁর বদলগাছী উপজেলার বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৯টি পরিবারের ঘর পুড়ে নিঃশ্ব হয়ে যাওয়া পরিবারের পার্শ্বে ছুটে গেলেন সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

জানাগেছে, উপজেলার আধাইপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের আদিবাসী পাড়ায় গত শনিবার (১০ ফেব্রুয়ারী ) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ১৯ টি পরিবারের বাড়ি-ঘরসহ সব পুড়ে নিঃশ্ব হয়ে যায়। সেই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ১০ থেকে ১২টি পরিবার।

সংসদ অধিবেশন চলতে থাকায় উপস্থিত হতে না পেরে অগ্নিকান্ডের খবর পেয়ে নির্দেশ করেন এসিলেন্ডকে, খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যান উপজেলার অতিরিক্ত দ্বায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ আতিয়া খাতুন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম। সেখানে গিয়ে নিঃশ্ব হয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার করে টাকা, দুই প্যাকেট শুকনো খাবার ও দুটি করে কম্বল প্রদান করেছিলেন।

অপরদিকে এমপির নির্দেশে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার, শাড়ী, লুঙ্গি এবং নগদ ২ হাজার টাকা প্রদান করাও হয়।

ঢাকায় কাজ শেষ করে (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় নির্বাচনী এলাকায় পৌঁছে সঙ্গে সঙ্গে ছুটে যান নিঃশ্ব হয়ে যাওয়া সেই পরিবারগুলোর কাছে। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সকল সদস্যের সাথে দেখা করে সান্তানা ও সমবেদনা জানান এবং প্রত্যেক পরিবারকে শাড়ি, লুঙ্গি দিয়ে সহায়তা প্রদান করেন।

এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় যতো দিন আছেন কোন ভাবেই অসহায় মানুষ না খেয়ে মারা যাবে না এবং কোন পরিবারকে খোলা আকাশের নিচে থাকতে হবে না বলে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘর নির্মাণ করে দেওয়ারও আশ্বাসদেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শামসুল আলম খান, কোলা ইউপির চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, আধাইপুর ইউপির পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম পল্টন।

দলীয় নেতা-কমীদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন সুবেল, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক মান্নান পলাশ ও বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুকুমল কর্মকারসহ প্রায় অর্ধশত নেতাকর্মী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights Reserved 2025 © ProthomBangladesh
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি