বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন খাদাইলে মা গোল্ড ফিড এর লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা এবং কোলা বাজারে রিভা বেকারির লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা গত ২৩ শে জানুয়ারি বেলা ৫ ঘটিকায় মোবাইল কোড পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেন বাদলগাছি উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল।
এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ।