বদলগাছীতে অবৈধভাবে পুকুর খননের দায়ে সাজু নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের জেল। জানা গেছে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে অৈবধভাবে পুকুর খননের দায়ে আবুল কালাম আজাদ ওরফে সাজু কে গত ৫ এ মার্চ বেলা ১২:০০ টায় খননকৃতপুকুর থেকে আটক করে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার জনাব তৃপ্তি কনা মন্ডল। পুকুর খননে ভূমি অফিসের কোন অনুমতি না থাকায় সাজুকে ভ্রাম্যমান আদালতে তিন মাসের জেল প্রদান করেন।বদলগাছী থানা উক্ত সিদ্ধান্ত মোতাবেক সাজুকে গতকাল জেল হাজতে প্রেরণ করেন। এখবর বদলগাছী উপজেলায় ছরিয়ে পড়লে সকল মাটির ব্যাবসায়ীগণ মাটির গাড়ি চলাচল ও মাটির খনন বন্ধ করেন। ভ্রাম্যমানের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক সহ এলাকার স্বচেতন মহলগন উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডলকে অভিনন্দন জানান। এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ