1. prothombangladesh808@gmail.com : pbangladesh :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলতায়-ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন ও হামলার প্রতিবাদ মিছিল ও সমাবেশ নলতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজাসহ আটক কালীগঞ্জে চাকুরীর ফাঁদে ফেলে বেকারদের টাকা হাতিয়ে লাপাত্তা ভুয়া এনজিও সীডা বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

বগুড়ায় আবাসিক হোটেলে মা ও শিশু খুন, বাবা আটক

ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৬২ বার দেখা হয়েছে

বগুড়া শহরে একটি আবাসিক হোটেল থেকে মা এবং শিশু ছেলের লাশ উদ্ধার করা হয়েছে; এ সময় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে শহরের বনানী এলাকার ‘শুভেচ্ছা’ আবাসিক হোটেলে লাশ দুটি পাওয়া যায় বলে বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান।

নিহতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলায় আজিজুল হকের স্ত্রী আশা মনি এবং তার ১১ মাসের ছেলে আবদুল্লাহ হেল রাফি।

পুলিশ জানায়, আশা মনির স্বামী আজিজুল হককে আটক করা হয়েছে। তিনি সেনা সদস্য হিসেবে চট্টগ্রামে কর্মরত রয়েছেন।

হোটেল কর্তৃপক্ষের বরাতে পুলিশ সুপার সুদীপ বলেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে তমা ও মিরাজ পরিচয়ে হোটেলে ওঠেন আশা মনি ও তার স্বামী আজিজুল। বাড়ি উল্লেখ করা হয় রংপুরের পীরগঞ্জ।

তিনি বলেন, “প্রায় তিন বছর আগে আজিজুলের সঙ্গে বিয়ে হয় আশা মনির। তাদের সংসারে এক ছেলে সন্তান রয়েছে। সন্তান হওয়ার পর থেকেই আশা তার বাবার বাড়ি বগুড়ার নারুলীতে থাকতেন। এর মধ্যে দুই মাসের ছুটিতে বাড়ি আসেন আজিজুল।

“ছুটি শেষে শনিবার সন্ধ্যায় চট্টগ্রামে যাওয়ার কথা তার। কিন্তু এর মধ্যে সন্ধ্যা ৭টার দিকে বনানীর ওই হোটেলে ওঠেন তারা।”

এসপি সুদীপ বলেন, “আজিজুল একজন সেনা সদস্য। তিনি তার স্ত্রী ও সন্তানকে ওই হোটেল কক্ষে নিয়ে শনিবার রাতে কোনো এক সময় পরিকল্পিতভাবে হত্যা করেন। এই ঘটনায় মামলা হবে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হবে।”

হোটেলের ম্যানেজার রবিউল ইসলাম বলেন, “সকালে আজিজুল হোটেল কর্তৃপক্ষকে জানান, তিনি হোটেলের রুম ছেড়ে দিবেন। এ সময় রুম বুঝিয়ে চাইলে তিনি তালবাহানা শুরু করেন। পরে ওই রুমে মা-ছেলের লাশ পাওয়া যায়। পরে তাকে আটক করে রাখা হয়।”

আশা মনির বাবা আশাদুল ইসলাম বলেন, “আমার মেয়েকে ও নাতিকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। আজিজুলের ফাঁসি চাই।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights Reserved 2025 © ProthomBangladesh
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি