1. prothombangladesh808@gmail.com : pbangladesh :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজাসহ আটক কালীগঞ্জে চাকুরীর ফাঁদে ফেলে বেকারদের টাকা হাতিয়ে লাপাত্তা ভুয়া এনজিও সীডা বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত ধর্ষিত শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক বিবৃতি মুন্সীগঞ্জে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

বগুড়ায় আওয়ামীলীগ নেতা হত্যা মামলার আরো ২ জন আসামি গ্রেফতার।

ওয়াফিক শিপলু
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ বার দেখা হয়েছে
বগুড়ায় আওয়ামীলীগ নেতা হত্যা মামলার আরো ২ জন আসামি গ্রেফতার।

বগুড়ার শাজাহানপুরে আওয়ামীলীগ নেতা ও কলেজ শিক্ষক পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) দিন ও রাতব্যাপী বগুড়া ও ঢাকার গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকার দুলু মিয়ার ছেলে কাউছার মিয়া (২০) এবং একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আরিফ হোসেন (২০)। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এসব তথ্য নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ সেপ্টেম্বর) সিএনজি চালক আরিফকে গাইবান্ধা থেকে বগুড়া আসার পথে গ্রেফতার করে শাজাহানপুর থানা পুলিশ এবং ঢাকার গাজীপুর জেলায় অভিযান চালিয়ে কাউছারকে গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাÐে ব্যবহৃত একটি রামদা এবং একটি স্কুল ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। পারভেজ হত্যা মামলায় অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এর আগে, গত সোমবার পারভেজ হত্যাকাÐের মূল আসামি কিলার সাব্বির ও তদন্তপ্রাপ্ত আসামি আল আমিনকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে বগুড়া কৈচড় বিএম কলেজের শিক্ষক শাহজালাল তালুকদার ওরফে পারভেজকে হত্যা করে তারা। উল্লেখ্য যে, গত ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাজাহানপুর উপজেলার মাথাইল চাপড় ফকিরপাড়া এলাকায় পাকা রাস্তার উপর পারভেজ নিজ মোটরসাইকেলযোগে যাওয়ার সময় আসামিরা পথরোধ করে ধারালো রামদা ও ছোরা দ্বারা এলোপাথারীভাবে কোপাতে থাকে। একপর্যায়ে পারভেজ মোটরসাইকেল ফেলে দিয়ে দৌড়ে সুমন ফকিকের বাড়িতে প্রবেশ করে। তখন আসামীরা পিছুপিছু দৌড়ে বাড়ির ভিতরে প্রবেশ করে পারভেজ এর ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন করে ও মাথার পিছনে সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর আহত লরে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পারভেজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights Reserved 2025 © ProthomBangladesh
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি