কুড়িগ্রামের সম্প্রতি প্রকাশ হওয়া মেডিকেল কলেজ ভর্ত্তি পরিক্ষায় উত্তীর্ণ হওয়া গরীব ও অসহায় শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করতে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্র লীগ। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন- পড়ালেখা আপনার,ভর্তির দায়িত্ব আমাদের। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। কুড়িগ্রাম জেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দারিদ্র্য পীড়িত এ জেলার মানুষের পাশে জেলা ছাত্র লীগ সব সময় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের ভাই-বোন যারা কষ্ট করে লেখাপড়া করে ভালো কলেজ সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি হতে পারছেন না তাদের ভর্তির জন্য আমরা জেলা ছাত্র লীগ আর্থিক সহযোগিতা করে পাশে থাকবো। জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন,কুড়িগ্রাম জেলার স্থায়ী কোন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও ভর্তি হতে পারছেন না শুধু মাত্র অর্থের অভাবে। ইনশাআল্লাহ আমরা কুড়িগ্রাম জেলা ছাত্র লীগ পরিবার আছি তাদের পাশে। চিন্তার কিছু নাই। আমরা-আমাদের যথাসম্ভব দায়িত্ব নিয়ে পাশে থাকবো। কারো ছবি প্রকাশ করা না করার শর্তে তিনি বলেন উপযুক্ত প্রমাণাদি নিয়ে আসলে ভর্তির জন্য প্রয়োজনীয় সহায়তা করা হবে।