দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর নেত্রকোনা-৩ ( কেন্দুয়া -আটপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অসীম কুমার উকিলকে সমর্থন জানিয়েছেন দলীয় মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট আবদুল মতিন।
বুধবার(২০ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দুয়া পৌরসদরে আয়েশালয়ে নিজ বাসভবনে কর্মী সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন আব্দুল মতিন।
এসময় উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, কৃষকলীগের সাবেক সভাপতি আফজাল আহমেদ মুকুল সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এডভোকেট আব্দুল মতিন বলেন, শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করেন। এখন নৌকার নির্বাচন পরিচালনা করার দায়িত্ব আমার কাঁধে। তাই আপনাদের ভালবাসা ও সহযোগিতা পেয়েছি। আজ আপনাদের নিয়ে নৌকার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। বর্তমান এমপি যদি কোন ভুল ত্রুটি করে থাকে তা মন থেকে মুছে ফেলে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন। নৌকা হচ্ছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক। শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে।
আশরাফ গোলাপ