1. prothombangladesh808@gmail.com : pbangladesh :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজাসহ আটক কালীগঞ্জে চাকুরীর ফাঁদে ফেলে বেকারদের টাকা হাতিয়ে লাপাত্তা ভুয়া এনজিও সীডা বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত ধর্ষিত শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক বিবৃতি মুন্সীগঞ্জে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

নেত্রকোনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সহ তিন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার দেখা হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী বিধি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ার কারণে নেত্রকোনা -৩(কেন্দুয়া -আটপাড়া) আসনের এক স্বতন্ত্র প্রার্থী সহ তিন জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রবিবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহেদ পারভেজ তাদের মনোনয়নপত্র বাতিল করেন।এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ ও প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

মনোননয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আব্দুল মতিন,কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রিগ্যান আহমেদ এবং বিএনএম প্রার্থী আসাদুজ্জামান খান।

খোঁজ নিয়ে জানা যায়, নেত্রকোনা – ৩ আসনে তিন জন স্বতন্ত্র প্রার্থী সহ ১০ জন প্রার্থী ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়ন পত্র জমা দিয়ে ছিলেন।

আজ ৩য় দিনে নেত্রকোনা -৩ আসনের ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

কেন্দুয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার কাবেরী জালাল জানান, নির্বাচনী বিধি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ার কারণে নেত্রকোনা -৩(কেন্দুয়া -আটপাড়া) আসনের তিন জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোননয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আব্দুল মতিন,কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রিগ্যান আহমেদ এবং বিএনএম প্রার্থী আসাদুজ্জামান খান।

স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আব্দুল মতিন জানান আবেদনে মোট ভোটারের এক শতাংশ ভোটারের সই করে জমা দেওয়ার কথা ছিল। সেখান থেকে ভোটারের তথ্য সঠিক পাওয়া যায় নাই। ফলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন যাচাই বিধিমালা ২০১১ এর ৫ বিধি লঙ্ঘিত হয়েছে। পরে আইন অনুযায়ী আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। আপনি আপিল করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি এলাকার নেতাকর্মীদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করিব।

অন্য দুই প্রার্থীর সাথে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যাই।

আশরাফ গোলাপ

 

০৩/১২/২০২৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights Reserved 2025 © ProthomBangladesh
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি