আওয়ায়ামী লীগের মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর পক্ষে তার অনুসারীরা মনোনয়নপত্র উত্তোলন করেন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ১৫৯,নেত্রকোনা -৩ (কেন্দুয়া -আটপাড়া ) আসনের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু পক্ষের লোকজন কেন্দুয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কাবেরী জালালের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।
দুপুরে কেন্দুয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু পক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,জেলা যুবলীগের সদস্য আব্দুল ওয়াহাব ঝুটন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ সহ অন্যান্য অনুসারীরা মনোনয়নপত্র উত্তোলন করেন।
এদিকে টানা ২য় বারের মত নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলকে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকা প্রতীক নিয়ে আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল মহোদয়ের নিকট হতে নৌকা প্রতীকের প্রার্থী অসীম কুমার উকিল এর পক্ষ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা, সাধারণ সম্পাদক মো: আসাদুল হক ভূঞা।
এসময় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী’রা উপস্হিত ছিলেন।