১৬ ডিসেম্বার মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোণা বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু কারা হয়েছে। আজ বুধবার সকালে জেলার সদর উপজেলার বাংলা বাজারে, কালমাকান্দার কৈয়লাটি ইউনিয়নের সিধলী বাজার, পূর্বধলা হোগলা ইউনিয়রে আশার স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রায় ৮শ রোগিকে ফ্রি মেডিকেলা সেবা প্রদান কারা হয়। স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগিদের বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আশার সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মো. মহসিন খান, জেলার সিনিয়র ম্যানেজার মো: আব্দুল লতিফ, পূর্বধলা ব্রাঞ্চ ম্যানেজার হাবিবুর রহমান, কলমাকান্দা সিধলী বাজার শাখার আশার কেন্দ্র ব্যবস্থাপক উজ্জল সরকার, ডাঃ নাঈম উদ্দিন মৌলা, হেলথ সেন্টারে ইনচার্জ মাহাবুবুল হক কুদরতি, ঠাকুরাকোণার শাখা ব্যবস্থাপক মো: আব্দুল কাসেম, সহ স্থানিয় নেতৃবৃন্দ।
১৬ ডিসেম্বার মহান বিজয় দিবসে জেলার একযোগে ১৫টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৮শ বেশি রোগিকে বিনামূল্যে সেবা প্রদান করা হয় বলে জানান জেলার সিনিয়র ম্যানেজার মো: আব্দুল লতিফ।
স্বাস্থ্যসেবা নিতে আসা মো: এনামুল হক জানান আশার মতো আরো বেসরকারি উন্নয়ন সংস্থা যদি এভাবে মেডিকেল সেবা প্রদান করে তা হলে আমরা অসহায় মানুষের আরো ভালো স্বাস্থ্যসেবা পাতেম ।