1. prothombangladesh808@gmail.com : pbangladesh :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জে মাদক সম্রাট মনির ও তার স্ত্রী ৬ কেজি গাজাসহ আটক কালীগঞ্জে চাকুরীর ফাঁদে ফেলে বেকারদের টাকা হাতিয়ে লাপাত্তা ভুয়া এনজিও সীডা বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ মাদক নির্ভরশীলতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা এনে দিতে পারে সুস্থতা নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত ধর্ষিত শিশু আছিয়ার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক বিবৃতি মুন্সীগঞ্জে অস্ত্রসহ পলাতক আসামি গ্রেফতার

নির্বাচনী তফসিল ঘোষণা করায় কেন্দুয়া আ.লীগের আনন্দ মিছিল

আশরাফ গোলাপ কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৭১ বার দেখা হয়েছে

আশরাফ গোলাপ
কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা পরপরই নির্বাচন কমিশনকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে নৌকায় ভোট চেয়ে আনন্দ ও শান্তি মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পরপরই কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচন কমিশনকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের পরপরই নির্বাচনী তফসিল ঘোষণা করেন । সেই তফসিল অনুযায়ী আগামী বছর ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞার নেতৃত্বে শান্তি মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মো.তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপি, কেন্দুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি ফণী ভূষণ ভদ্র মাধু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.জাকির আলম ভূঞা, ছাত্রলীগের আহবায়ক ইফতেখার হোসেন, শ্রমিকলীগের সভাপতি শফিকুল ইসলাম, যুব মহিলালীগের সভাপতি কল্যাণী হাসানসহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।

আশরাফ গোলাপ

১৬/১১/২০২৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights Reserved 2025 © ProthomBangladesh
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি