আশরাফ গোলাপ
কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা পরপরই নির্বাচন কমিশনকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে নৌকায় ভোট চেয়ে আনন্দ ও শান্তি মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটায় নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পরপরই কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচন কমিশনকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের পরপরই নির্বাচনী তফসিল ঘোষণা করেন । সেই তফসিল অনুযায়ী আগামী বছর ২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞার নেতৃত্বে শান্তি মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।
এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মো.তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপি, কেন্দুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি ফণী ভূষণ ভদ্র মাধু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.জাকির আলম ভূঞা, ছাত্রলীগের আহবায়ক ইফতেখার হোসেন, শ্রমিকলীগের সভাপতি শফিকুল ইসলাম, যুব মহিলালীগের সভাপতি কল্যাণী হাসানসহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।
আশরাফ গোলাপ
১৬/১১/২০২৩