জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জেলায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে আত্মরক্ষার মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে নাটোর ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মীরা এই মহড়া প্রদর্শন করেন।
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’-এই প্রতিপাদ্য বিষয়ে মহড়া উত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আসমা শাহীন।
জেলা প্রশাসক বলেন, দুর্যোগপ্রবণ দেশের পরিচয়ে বাংলাদেশ আর এখন পরিচিত নয়। সতর্ক ব্যবস্থার উন্নয়ন, আধুনিক উদ্ধারকর্মী দলের সক্রিয় অবস্থান, আশ্রয়কেন্দ্র নির্মাণ ইত্যাদি প্রতিরোধমূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের দেশ দুর্যোগ মোকাবেলার সক্ষমতা অর্জন করেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা এসময় উপস্থিত ছিলেন।
ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে আত্মরক্ষার কৌশল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মীদের মনোমুগ্ধকর মহড়া বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রত্যক্ষ করেন। এছাড়া অগ্নি নির্বাপণে পানির রকমারী ফোয়ারার প্রদর্শন মুগ্ধ করে সমবেত দর্শকদের।
মহড়ার নেতৃত্ব দেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের উপ সহকারী পরিচালক মো. আক্তার হামিদ খান।