নেত্রকোনার কেন্দুয়ায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার এঁর সাথে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিককর্মীবৃন্দ ও স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভায় এ বক্তব্য প্রদান করেন নবাগত ইউএনও। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার এঁর সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম। কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মো. আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান সুমি,কেন্দুয়া পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক পিপিএম প্রমূখ। মুখ্য আলোচক নবাগত ইউএনও ইমদাদুল হক তালুকদার উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমি আসার আগে জেনে এসেছি কেন্দুয়া উপজেলা সবদিক থেকে অন্যান্য উপজেলা অনেক এগিয়ে। তারপরও আমি আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়া কেন্দুয়াকে আরো এগিয়ে নিয়ে স্মার্ট বাংলাদেশের সাথে সংযুক্ত করব এই প্রত্যাশা করি। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো.আজিজুল ইসলাম,কেন্দুয়া প্রাণী সম্পদ কর্মকর্তা ভাষ্কর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, মো.বজলুর রহমান, কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান বাঙ্গালী, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঁইয়া, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, এসময় ইউপি চেয়ারম্যান মো. জাকির আলম ভূঞা, আব্দুস ছালাম বাঙ্গালী, কামরুজ্জামান খান সোহাগ, মো.লুৎফর রহমান ভূঁইয়া, এডভোকেট সারোয়ার জাহান কাওসার, মো.শাহীন মিয়া, মো.এনামুল কবীর খান, মো.ফজলুর রহমান,মো.মাহবুব আলম বাবুল, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকী,প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, এনজিও কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ,গণ্যমান্যব্যক্তিবর্গ, সাংস্কৃতিকজনসহ স্থানীয় সুধীমহল উপস্থিত ছিলেন। আশরাফ গোলাপ