দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়নপত্র কিনেছেন সিরাজগঞ্জ -১ আসনের (কাজীপুর ও সদরের একাংশ) বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন রোববার (১৯ নভেম্বর) সকালে ঢাকার কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মুকুলসহ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, ২০০৮ সালে প্রকৌশলী তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২০ সালের উপ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন। বাংলাদেশের যে কয়জন তরুণ রাজনীতিবিদ সাধারণ মানুষের মন জয় করতে পেরেছেন তাদের মধ্যে প্রকৌশলী তানভীর শাকিল জয় অন্যতম। প্রকৌশলী তানভীর শাকিল জয় একজন জনপ্রিয় এবং বিখ্যাত বাংলাদেশী রাজনীতিবিদ যিনি সাবেক সফলমন্ত্রী মোহাম্মদ নাসিমের সন্তান ও জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম. মনসুর আলীর নাতি। তার পরিবারের রয়েছে দীর্ঘ দিন সুনামের সাথে রাজনীতি ও সামাজিক কাজের অভিজ্ঞতা। বাংলাদেশের ইতিহাসে এই পরিবারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রকৌশলী তানভীর শাকিল জয় খুব অল্প বয়সে রাজনীতির ময়দানে একটি শক্ত জায়গা করে নিয়েছেন।তাই সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।