ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ, নীলফামারী-৩-এ রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪-এ আহসান আদেলুর রহমান,
কুড়িগ্রাম-২-এ পনিরউদ্দিন আহমেদ, গাইবান্ধা-১-এ শামীম হায়দার পাটোয়ারী, বগুড়া-২-এ শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩-এ মো. নুরুল ইসলাম তালুকদার, পটুয়াখালী-১ সদর আসনে এবিএম রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩-এ গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৬-এ নাসরিন জাহান রত্না, ময়মনসিংহ-৮-এ ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩-এ মো. মুজিবুল হক চুন্নু, ঢাকা-৪-এ সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬-এ কাজী ফিরোজ রশীদ, নারায়ণগঞ্জ-৩-এ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫-এ কে এম সেলিম ওসমান, সুনামগঞ্জ-৪-এ পীর ফজলুর রহমান, ফেনী-৩-এ মাসুদ উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম-৫-এ আনিসুল ইসলাম মাহমুদ। পার্টির চেয়ারম্যান জি এম কাদের বর্তমানে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য হলেও এবার তিনি রংপুর-৩ আসনে নির্বাচন করছেন। এই আসনে ছাড় দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আওয়ামী লীগ। এ ছাড়া গত নির্বাচনে ভোট করে পরাজিত হয়েছেন—এমন কয়েকটি আসনে ছাড় পাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থীরা।