গাজীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে । সোমবার( 3 জুন) সকাল থেকে বিকাল অব্দি সদর উপজেলার ডগরী সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে মির্জাপুর ইউনিয়ন পর্যায়ের আট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা শিক্ষার্থীরা উদ্বোধনী খেলায় অংশ নেয়। ইউনিয়ন পর্যায়ের এই টুর্নামেন্ট শেষে এই মাঠেই মির্জাপুর ক্লাস্টারের ফাইনাল পর্বের খেলা হবে আগামী বৃহস্পতিবার । মির্জাপুর ইউনিয়ন পর্যায়ে ডগরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ডগরী সরকারী প্রাথমিক বিদ্যালয় , মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাইন্জানুল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাইনশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আঙ্গুটিয়াচালা সরকারী প্রাথমিক বিদ্যালয় এই আটটি বিদ্যালয় অংশ নেয়। সকালে এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ , ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল কবির, শিক্ষক মুহা রুস্তম আলী, বাদল হোসেন মুন্সী, আইন উদ্দিন প্রমুখ। খেলার উদ্বোধন করেন ডগরী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান । প্রতিবছর এই টুর্নামেন্ট ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হয় ।