নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের সহজ কোরান শিক্ষা ও প্রাক – প্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পরিকল্পনা মন্রনালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ সেক্টর -৭ এর প্রতিনিধি স্বাবলম্বী সমাজ উন্নয়ন সংস্থার মনিটরিং কর্মী মনিরুল ইসলাম।
রোববার (২৮ জানুয়ারি) উপজেলার যে সব শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সে গুলো হল,সহজ কোরান শিক্ষা কেন্দ্র কিদিরপুর পূর্বপাড়া জামে মসজিদ, পাছহারুলিয়া জামে মসজিদ ও প্রাক- প্রাথমিক শিক্ষা কেন্দ্র কাশিপুর ইন্চান মৌলবীর বাংলা ঘর। পরে নোয়াদিয়া রিসোর্স সেন্টার পরিদর্শন করেন তিনি।
এ সময় উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার রফিকুল ইসলাম, এস এম ফজলে রাব্বি ও মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম সঙ্গে ছিলেন।
মনিটরিং কর্মী মনিরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন আমি নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের সহজ কোরান শিক্ষা, প্রাক- প্রাথমিক শিক্ষা কেন্দ্র ও রিসোস সেন্টার পরিদর্শন করেছি। আজ রবিবার সকালে উপজেলা কেন্দুয়ায় সহজ কোরান শিক্ষা, প্রাক- প্রাথমিক শিক্ষা কেন্দ্র ও নোয়াদিয়া রিসোর্স সেন্টার পরিদর্শন করেছি।
প্রতিটি কেন্দ্রের শিক্ষক, ছাত্র /ছাত্রীর উপস্থিতি ও খাতাপত্র সন্তুষ্টিজনক হলেও
প্রতিটি শিক্ষা কেন্দ্র অবকাঠামো আরও উন্নয়ন হওয়ার দরকার বলে মনে করছি।
আশরাফ গোলাপ
২৮/০১/২০২৪