১৫৯,নেত্রকোনা -৩(কেন্দুয়া- আটপাড়া) আসনের ২য় বারের মত নৌকার মাঝি হয়ে এলাকায় এসেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
তিনি আজ বুধবার ( ২৯ নভেম্বর) দিনব্যাপী এই আসনের সাবেক এমএনএ আব্দুল খালেক, সাবেক এমএনএ হাদিস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,ডা: আব্দুল খালেক, তমজিদ উদ্দিন ভূঞা,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবির আহমেদ খান রুজেলের কবর জিয়ারত করেন ও পুষ্পস্তবক অর্পণ করেন।
তার আগে গতকাল মদনপুর শাহ সুলতান কামরুদ্দিন রুমী(র:) এর কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন অসীম কুমার উকিল।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।