মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ১৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ও একটি দাখিল মাদরাসাসহ মোট ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াটার ফিল্টার বিতরণ করা হয়েছে। নওপাড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে পরিষদ কার্যালয়ে মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে এসব ওয়াটার ফিল্টার বিতরণ করা হয়। নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. সারোয়ার জাহান কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর্জা মোহাম্মদ। নওপাড়া ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীরের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন নূরেছা দুঃখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠানে নওপাড়া ইউনিয়ন পরিষদের সচিব সুব্রত ভট্টাচার্য, ইউপি সদস্য মো. আবুল মিয়া, নারী ইউপি সদস্য অরুণা আক্তারসহ ওয়াটার ফিল্টার পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আশরাফ গোলাপ ২৬/০৩/২০২৪