নেত্রকোনার কেন্দুয়ায় কলেজ পর্যায়ে একমাত্র সরকারি প্রতিষ্ঠান কেন্দুয়া সরকারি কলেজ। কলেজটি স্থাপিত হয়েছিল ১৯৭০ সালে।
সেই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও অফিস স্টাফ আবু সাদেক দীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তি উপলক্ষে এক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া সরকারি কলেজে শিক্ষক কর্মচারীদের উদ্যোগে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ উত্তম কুমার কর এর সভাপতিত্বে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রভাষক বদিউজ্জামাল বকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রভাষক আহম্মদ আব্দুলাহ হারুন, মাহফুজুল হক, এস এম রুবেল, শফিকুল আলম, সহকারি অধ্যাপক আবুল বাশার মিয়া প্রমূখ।
অধ্যক্ষ উত্তম কুমার কর তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, একটি ভীষণ রকমের অনাকাঙ্ক্ষিত দিন আজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেই রফিক স্যার এই কেন্দুয়া কলেজে চাকুরীজীবন শুরু করেন এবং এখান থেকেই অবসরে যান। কর্মজীবনে এমনভাবে নিবেদিত ছিলেন যে উনি কলেজের অপরিহার্য অংশ হয়েছিলেন, প্রতিটি একাডেমিক এবং নন একাডেমিক কাজে অংশগ্রহণের পাশাপাশি প্রতিটি স্তরের স্টাফের সাথে ছিল শ্রদ্ধা, ভালবাসা, বন্ধুত্বের নিবিড় সম্পর্ক। আজকে বিদায় বেলায় আমাদের সকলের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া ও শুভ কামনা করেন তিনি।
বিদায়ী সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম আবেগ আপ্লূত হয়ে বলেন, আপনাদের ভালবাসা, শ্রদ্ধায় মুগ্ধ আমি। আজকের বিদায় বেলায় আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দুয়া সরকারি কলেজের সকল শিক্ষক, কর্মচারীদের সুস্থ সুন্দর জীবন এবং মহান রাব্বুল আলামিন আপনাদের নেক হায়াত দান করেন সেই কামনা করছি পাশাপাশি আমার এবং আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।
এসময় কেন্দুয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, প্রভাষক নূরে আলম লিটন, আবুল বাশার খান পাঠান রুবেল, সহকারী অধ্যাপকবৃন্দ, প্রভাষকবৃন্দ ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
আশরাফ গোলাপ
২২/১/২০২৪