নেত্রকোনার কেন্দুয়ায় ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১জানুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, কেন্দুয়া উপজেলার উদ্যোগে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কেন্দুয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মোখলেছুর রহমান বাঙ্গালীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি)মো.এনামুল হক, কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল আলম প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শীতকালীন এ আয়োজনের সমন্বয়ক মো. সাইফুল আলম বলেন, তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স, ভলিবল, ক্রিকেট, টেবিলটেনিস, ব্যাটমিন্টন (ছাত্রছাত্রী) ইভেন্টে উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এখানে প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা জেলায় অংশ নেবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখে।
শীতকালীন খেলার মধ্যে – ভলিবল,ক্রিকেট, ব্যাডমিন্টন, দৌড়, লম্বা লাফ, দড়ি লাফ,মোরগের লড়াই উল্লেখযোগ্য।
এসময় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম, কাওড়া আর্দশ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জসিম উদ্দিন, গন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেন, কাউরাট দাখিল মাদ্রাসার সুপার মো.মোখলেসুর রহমান গোলাপ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আশরাফ গোলাপ
২১/০১/২০২৪