নেত্রকোনার কেন্দুয়ায় লড়ি চাপায় চালক শাহিন মিয়া(২৫) নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার (০২ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কেন্দুয়া উপজেলার বৈখেরহাটি পশ্চিম পাড়া গ্রামে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে শাহিন মিয়া কেন্দুয়ার দলপা ইউনিয়নের বৈখেরহাটি পশ্চিম পাড়া থেকে মদিনা ব্রিকস নামক ইটখোলায় লড়ি দিয়ে মাটি নেয়ার সময় লড়িটি উল্টে যায় এবং লড়ির চাপা পড়ে সে গুরুতর আহত হয়।।পরে স্হানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের চেয়ারম্যান শাহিন মিয়া লড়ি চাপায় চালক শাহিন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কথা হলে কেন্দুয়া থানার উপপরিদর্শক দেবাশীষ চন্দ্র দত্ত লড়ি চাপায় চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং লড়িটি স্হানীয় চেয়ারম্যানের জিম্মায় আছে।শাহিনের বাড়ি যেহেতু অন্য উপজেলায় তাই আজ রবিবার তার পরিবারের লোকজন থানায় আসবে।পরে তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আশরাফ গোলাপ ০১৭১১২৮৪৫৯০
০৩/১২/২০২৩